Formula 49 
বাংলা বাক্যের ক্রিয়ার পর ‘কথা ছিল’ তার ইংরেজি করতে হলে supposed to অর্থাৎ (supposed to + verb) বসে।

আমার চট্টগ্রাম যাবার কথা ছিল। ---- I was supposed to go to Chittagong.

তাদের আজ খেলার কথা ছিল। ---- They were supposed to play today.

Note: To-এর পর verb-এর present form হয়।

Formula 50 
বাংলা বাক্যে কাজের সম্ভাবনা বুঝাতে ইংরেজি could অর্থাৎ (could + verb simple) বসে।

তুমি দিনে আসতে পারতে। ---- You could come at day.
তুমি বইটি কিনতে পারতে। ---- You could buy the book.

Formula 51 
Sentence-এর প্রথমে IF, Had, Oh that ইত্যাদি ব্যবহার করে Exclamatory Sentence গঠন করা হয়।

If I were a bird!
Had I two wings!
Oh that, I could die!

Formula 52 
কোন কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বুঝালে তার ইংরেজি করার জন্য Have been/Has been বসে এবং verb ing যোগ হয়।

আমি তিন বছর যাবত এই স্কুলে পড়ছি। ---- I have been reading in this school for three years.

সকাল হইতে প্রবল বৃষ্টি হচ্ছে। ---- It has been raining heavily since morning.

Formula 53 
যে ঘটনাটি অতীতকালে কিছু সময় ধরে ঘটেছিল প্রকাশ করে, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে ‘ইতেছিল’ বা ‘ইতেছিলাম’ বা ‘ইতেছিলেন’ যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য was/were হয় এবং verb-এর শেষে ing যোগ হয়।

আমরা পাখি শিকার করছিলাম (করিতেছিলাম)। ---- We were hunting bird.

সুমা স্কুলে যাচ্ছিল। ---- Suma was going to school.

Formula 54 
বাংলা বাক্যে ক্রিয়ার সঙ্গে এ-ছে (ইয়াছি, ইয়াছি) যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য have/has এবং verb-এর past participle রূপ বসবে।

আমি একটি বই কিনেছি। ---- I have bought a book.
তোমার বাবা এটা করেছে। ---- Your father has done this.

Formula 55 
অতীতকাল বুঝালে এ-ছিল (ইয়েছিল, ইয়াছিলাম) যুক্ত ক্রিয়ার ইংরেজি করার জন্য verb-এর past tense বসে।

আমি তাকে রাতে দেখেছিলাম। ---- I saw him at night.
সে গত বছর বইটি কিনেছিল। ---- He bought the book last year.

Formula 56 
বর্তমানকালে প্রশ্নবোধক বাক্যে এ-ছে (ইয়াছে), এ-ছি (ইয়াছি) যুক্ত ইংরেজি ক্রিয়ার ইংরেজি করার জন্য have/has এবং verb-এর past participle বসে।

সে কি কাজটি শেষ করেছে? ---- Has he completed the work?
তুমি কি অংকটি করেছ? ---- Have you done the sum?

Formula 57 
অতীতকালে প্রশ্নবোধক বাক্যে ইয়াছিল, ইয়াছিলাম যুক্ত ক্রিয়ার ইংরেজি করার সময় did বসে।

তুমি কি গতকাল এসেছিলে? ---- Did you come yesterday?
সে কি গতমাসে কাজটি শেষ করেছিল? ---- Did he complete the work last month?