Formula 23 
কারো কিছু আছে বুঝালে ‘আছে’ ক্রিয়ার ইংরেজি Have/Has বসে। এটি মূলত বাক্যে main verb হিসেবে ব্যবহৃত হয় এবং এর পরে অবশই Noun বসে।

আমার একটি কলম আছে। ---- I have a pen.
গরুর দুইটি শিং আছে। ---- The cow has two horns.

Formula 24 
কারো কিছু আছে কি বুঝালে ‘আছে কি’ কথার ইংরেজি দুইভাবে করা যায়।

তার ছাতা আছে কি? ---- Has he an umbrella?/Does he have an umbrella?

তোমার কি একটি বই আছে? ----Have you a book?/Do you have a book?

Formula 25 
কারো কিছু নাই বুঝালে ‘নাই’ কথার ইংরেজি দুইভাবে করা যায়।

আমার বই নাই। ---- I have no book./I don't have any book.

তার কোন অহংকার নেই। ---- She has no pride./She does not have any pride.

Note: 3rd person singular number হলে verb-এর শেষে s/es যোগ হয়।

Formula 26 
নির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তু বা প্রাণী কোথাও আছে বুঝালে ‘আছে’ ক্রিয়ার ইংরেজি Am/Is/Are বসে।

সে বাড়িতে আছে। ---- He is in the house.
তারা বিপদে আছে। ---- They are in danger.

Formula 27 
নির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তু বা প্রাণী আছে কি বুঝালে ‘আছে কি’ কথার ইংরেজি করতে বাক্যের ঐ Am/Is/Are বাক্যের প্রথমে বসে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক (?) চিহ্ন দেওয়া হয়।

সে বাড়িতে আছে কি? ---- Is he in the house?
তারা বিপদে আছে কি? ---- Are they in danger?

Formula 28 
কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা প্রাণী আছে বুঝালে ‘আছে’ কথার ইংরেজি There is/There are হয়।

মাঠে দু’টি গরু আছে। ---- There are two cows in the field.

পঞ্চগড়ে একটি জাদুঘর আছে। ---- There is a museum in Panchagarh.

Formula 29 
অনির্দিষ্ট কেহ বা কিছু ‘আছে কি’ বুঝালে তার ইংরেজি করার সময় Is/Are শব্দগুলো There-এর আগে বসে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়।

এই গ্রামে কোন আইনজীবি আছে কি? ---- Is there any lawyer in this village?

তোমার পকেটে তিনটি কমল আছে কি? ---- Are there three pens in your pocket?

Note: কোন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু নাই বুঝালে ‘নাই’ কথার ইংরেজি There is no বসে। যেমন: আমাদের গ্রামে কোন ডাক্তার নাই। ---- There is no doctor in our village.

Formula 30 
অতীত সময় হতে কেউ কোথাও আছে বুঝালে ‘আছে’ ক্রিয়ার ইংরেজি Have been/Has been বসে।

আমি গত রোববার হতে এখানে আছি। ---- I have been here since Sunday last.

স্নেহা দুই ঘণ্টা যাবত স্কুলে আছে। ---- Sneha has been in the school for two hours.

Formula 31 
অতীত সময় হতে কেউ কোথাও আছে কিনা প্রশ্ন করলে ‘কি আছে’ ক্রিয়ার ইংরেজি করতে হলে have/has বাক্যের প্রথমে বসে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক (?) চিহ্ন দিতে হয়।

তুমি কি এক মাস যাবত ঢাকায় আছো? ---- Have you been in Dhaka for one month?

সে কি দশটা হতে তোমার বাড়িতে আছে? ---- Has he been in your house since 10 a.m.?

Formula 32 
অতীত সময় হতে কেউ কোথাও নাই বুঝালে ‘নাই’ কথার ইংরেজি Have not bee/Has not been বসে।

সে তিন দিন যাবত ঘরে নাই। ---- He has not been in the house for three days.

ছাত্ররা বিকেল ৫টা হতে কলেজে নাই। ---- The students have not been in the college since 5 p.m.

Formula 33 
‘ইয়ে’ বা ‘এ’ যুক্ত ক্রিয়ার পর ‘আছে’ কথা থাকলে ইংরেজি করার সময় Subject-এর পরে am/is/are বসে এবং verb-এর পরে ing যুক্ত হয়।

গাছের ডালে পাখি বসে আছে। ---- A bird is sitting on the branch of the tree.

রাস্তায় বালকটি দাঁড়িয়ে আছে। ---- The boy is standing on the road.

Formula 34 
প্রশ্নবোধক বাক্যে ‘ইয়ে’, ‘ইয়া’ বা ‘এ’ যুক্ত ক্রিয়ার পর ‘আছে’ কথা থাকলে ইংরেজি করার সময় বাক্যের মধ্যস্থ am/is/are আগে বসে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক (?) চিহ্ন বসে।

সে কি ঘরে লুকিয়ে আছে? ---- Is he hiding in the room?

তারা কি চেয়ারে বসে আছে? ---- Are they sitting on the chair?

Formula 35 
‘ইয়ে’ বা ‘এ’ যুক্ত ক্রিয়ার পরে ‘নাই’ কথা থাকলে তার ইংরেজি করার জন্য subject-এর পরে am not/is not/ are not বসে এবং verb-এর সাথে ing যুক্ত হয়।

ইঁদুরটি গর্তে লুকিয়ে নাই। ---- The rat is not hiding in the hole.

ছেলেটি উঠানে দাঁড়িয়ে নাই। ---- The boy is not standing in the yard.

Formula 36 
'Is' এর অতীতরূপ হল 'Was' এবং 'Are' এর অতীতরূপ হল 'Were' আর Have ও Has এর অতীতরূপ হল Had. কারো কিছু ছিলো বুঝালে ‘ছিলো’ ক্রিয়ার ইংরেজি Had বসে।

আমার একটি বই ছিলো। ---- I had a book.

ইংরেজিতে তার ভাল জ্ঞান ছিলো। ---- He had good knowledge in English.

Formula 37 
কারো কিছু ছিলো কি বুঝালে ‘ছিলো কি’ কথার ইংরেজি করতে বাক্যের মাঝখানের Had আগে আনতে হবে।

ঢাকায় তার কোন বাড়ি ছিলো কি? ---- Had he a/any house in Dhaka?

মহিলাটির কোন অহংকার ছিলো কি? ---- Had the any pride?

Formula 38 
কারো কিছু ছিলো না বুঝালে ‘ছিলো না’ কথার ইংরেজি করতে Had not/Had no বসে।

তাদের একটিও সন্তান ছিলো না। ---- They had not a single child./ They had no child.

তার কোন বন্ধু ছিলো না। ---- He had not a single friend./He had no friend.